হাসপাতালে ভর্তি আরিফিন শুভ, আজই অপারেশন
কয়েকদিন আগেই দেশজুড়ে দেড় শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার।’ এতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটি মুক্তির পর বিভিন্ন প্রেক্ষাগৃহ পরিদর্শনও করেছেন তিনি।
এ নিয়ে ব্যস্ততার মধ্যে মঙ্গলবার (১৫ অক্টোবর) হঠাৎ করেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জটিলতা এড়াতে আজই অপারেশন করাতে হবে। আর বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক নিজেই।
জানা গেছে, বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছেন আরিফিন শুভ। গত কয়েক মাসে সেটা আরও জটিল আকার ধারণ করেছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা নিয়েও বঙ্গবন্ধুর বায়োপিকে কাজের জন্য সেভাবে চিকিৎসার সুযোগ হয়নি। কিন্তু এদিন সমস্যা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
এদিন দুপুরে আরিফিন শুভ জানান, সমস্যা রোধে আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হবে। আগামী সপ্তাহে ফের সিনেমা হলে দেখা যাবে তাকে। এছাড়াও সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।