চট্টগ্রামসাতকানিয়া

১০ লাখ টাকার ‘বড় ভাই’ এর ওজন ২৫ মণ

সাতকানিয়া পৌর সদরের ভোয়ালিয়া পাড়া এলাকায় এক খামারে লালন-পালন করা হচ্ছে কালো রঙের ষাঁড় ‘বড় ভাই’। এটির ওজন ২৫ মণ।

খামারের মালিক মো. নাজিম উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বাজারে তোলা হবে ষাঁড়টি। ১০ লাখ টাকায় বিক্রি করতে চাই ‘বড় ভাই’-কে।

প্রতিদিন ৮০০ টাকার খড়, কাঁচা ঘাস, ভুসি, খইল, ভুট্টা ও ডালের গুঁড়া খাওয়ানো হয়। এটির উচ্চতা ৫ ফুটের বেশি।
নাজিম উদ্দিনের খামারে ছোট-বড় আরও ১৭টি গরু আছে। তবে ‘বড় ভাই’ এর দিকেই নজর সবার। পরিচর্যা কর্মী মনসুর আলম জানান, ষাঁড়টি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে।

জানা গেছে, নগরের একটি পশুর হাট থেকে গত বছর দেড় মণ ওজনের ষাঁড় কিনেছিলেন খামারের মালিক। পরিচর্যার পর ২৩ মণের বেশি ওজন বেড়েছে। খামারে দুই থেকে সাত লাখ টাকা দামের ১২টি বড় ও ৫টি ছোট গরুও আছে। এর মধ্যে ক্রেতারা ‘বড় ভাই’ এর দাম ৬ লাখ টাকা পর্যন্ত দিতে চেয়েছেন। তবে মালিক বিক্রি করতে রাজি হননি।

সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, উপজেলায় নাজিম উদ্দিনের খামারে কালো রঙের বড় ষাঁড়টি লালন-পালন করা হচ্ছে। এছাড়া হোসাইন এগ্রো নামের খামারেও বিক্রির জন্য বড় আকারের গরু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d