২৮ অক্টোবর সড়ক বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮ অক্টোবর সড়ক বন্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। রোববার (২২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় মার্কিন দূতাবাস এ কথা বলে।
বিবৃতিতে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র গণমাধ্যমকে জানান, রোববার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বিএনপির আগামী ২৮ অক্টোবর সড়ক বন্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি। রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ সমাবেশ এবং হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেছেন রাষ্ট্রদূত পিটার হাস।
এর আগে, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজধানীতে প্রবেশের রাস্তাঘাট সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বিএনপিকে কোনও বাধা দেয়া হবে না।
তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে ঢাকা অচল হবে না। জনগণের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সর্বত্র সর্বোচ্চ নজরদারি চলছে।