অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগ সভাপতির শিক্ষা সহায়তা
টেকপাড়া ও এয়াকুব নগর এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোঃ নূরুন নবী সাহেদ।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪ শিক্ষার্থী সুবংকর দাশ, বাবলু দাশ, পূর্ণা দাশ, অঙ্কিতা দাশকে এসব সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবি দোভাষ, নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ জুনায়েদ, মোহরা ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাগর দাস, সদস্য মাহি, আল ফয়সাল প্রমুখ।