অধ্যক্ষের দায়িত্বভাতার দাম ১ কোটি ৭৩ লাখ টাকা!
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১০ বছরে হরিলুট হয়েছে ৩০২ কোটি টাকার বেশি। অর্থলুটের এ ঘটনায় শীর্ষে রয়েছেন সাবেক অধ্যক্ষ ড. শাহান আরা বেগম। অধিকাংশ অর্থ লুটে জড়িয়ে পড়েছে তার নাম। টানা ১৮ বছর অধ্যক্ষ থাকাকালীন দুর্নীতির জাল ফেলে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা।
ভর্তি বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো খাত নেই যেখান থেকে তিনি অর্থ আত্মসাৎ করেননি। দুর্নীতি থেকে অর্জিত অর্থে রাজধানীর আফতাবনগরে গড়ে তুলেছেন এভারকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া, বসুন্ধরা ও উত্তরায় দুটি প্লট, আফতাবনগর ও সূত্রাপুরে দুটি ফ্ল্যাট এবং ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র মিলিয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। রয়েছে একটি ডেভেলপার কোম্পানিও। অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের অর্জিত অবৈধ এসব সম্পদের বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি ঢাকা পোস্টের নিজস্ব অনুসন্ধান এবং শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে অর্থ লোপাটের ভয়াবহ নানা চিত্র উঠে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে বেতন-ভাতা, উন্নয়ন ফি, পরীক্ষা ফিসহ নানা খাত থেকে নেওয়া টাকা ব্যাংকে না রেখে সমুদয় অর্থ নগদ খরচ করতেন অধ্যক্ষ। অধ্যক্ষ হয়েও আরও দুটি শাখার দেখভাল করতেন তিনি। এজন্য দায়িত্ব ভাতা নিয়েছেন এক কোটি ৭৩ লাখ টাকা। শুধু তা-ই নয়, ১০ বছরে তিনি নগদ খরচ করেছেন ৭৮ কোটি টাকা। প্রতিষ্ঠানের বাসায় থেকেও ভাড়া বাসা দেখিয়ে নিয়েছেন ৪০ লাখ টাকা। ৭০ কোটি টাকার এফডিআর সরিয়েছেন নিজের পছন্দের ব্যাংকে। লাভের টাকাও গেছে অধ্যক্ষের পকেটে