কক্সবাজার

অনুপ্রবেশকালে ৩ বর্মীকে পুশব্যাক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত কাঁটাতার মাড়িয়ে অনুপ্রবেশকালে ৩ বর্মী উপজাতিকে আটক করে পরে পুশব্যাাক করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে রোববার সকালে সীমান্ত পিলার ৩৭ এলাকার আমবাগান নামক স্থানে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানান, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর অধীনস্থ ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাইশফাঁড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭ এলাকার আমবাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের নির্মিত কাঁটাতারের বেড়া অতিক্রম করে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকালে বাইশফাঁড়ী বিওপির দায়িত্বরত বিজিবি কর্তৃক মিয়ানমারের ৩ নাগরিককে আটক করে।

আটককৃত মিয়ানমারের নাগরিকরা হলেন সুরি তঞ্চাঙ্গা (৬০) পিতা- রুকি তঞ্চাঙ্গা, সাং-মেদাইক, পোস্ট- মেদাইক, থানা- মেদাইক, জেলা- মংডু, মিয়ানমার।

তইং তঞ্চাঙ্গা (৩০) পিতা- নারোই তঞ্চাঙ্গা, স্বামী- লাইং থো তঞ্চাঙ্গা,কাসো তঞ্চাঙ্গা (০৩) পিতা- লাইং থো তঞ্চাঙ্গা, উভয়ের বাড়ি মেদাইক, পোস্ট- থানা মেদাইক, জেলা মংডু মিয়ানমার।

অবৈধভাবে অনুপ্রবেশের কারণে আটক তিনজনকে বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে একই স্থান দিয়ে আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের সময় মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয়। ধারণা করা হচ্ছে তারা মিয়ানমারের ভিতরে চলমান বিদ্রোহী গ্রুপ এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের কারণে নিরাপদ আশ্রয়ে থাকার জন্যর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যষন্তরে থাকা কোন আত্মীয়-স্বজনদের কাছে আসার চেষ্টা করছিল। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের কঠোর নজরদারি থাকাতে তাদের চেষ্টা বিফলে যায়। বিষয়টি ৩৪ বিজিবি কতৃপক্ষ নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d