খেলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, ১৮৮ রানে অলআউট ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ১৮৯ রানের টার্গেট দিয়েছে ভারত। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র ১৮৮ রানে অলআউট হয় ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ধাক্কা খায় ভারত। টাইগার পেসারদের বোলিং তোপে দলীয় ১৩ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় ভারত। এরপর প্রিয়াংশু ও শচিন ধাস মিলে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।

তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেন রোহানাত বর্ষন। দলীয় ৩৬ রানে ২২ বলে ১৬ রান করা শচিনকে আউট করেন তিনি। এরপর দলীয় ৬১ রানে জোড়া উইকেট হারিয়ে আরও চাপে পড়ে ভারত।

তবে এরপর মুশির খান ও মুরুগান অভিষেকের ব্যাট প্রতিরোধ করে ভারত। ৮৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৬০ বলে ফিফটি করেন মুশির। তবে এরপরেই সাজঘরে ফিরে যান তিনি।

মুশিরের বিদায়ের পর ক্রিজে এসেই আউট হন সাওমি পান্ডে। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিংয়ে ৬৪ বলে ফিফটি পূরণ করেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d