অনেকে মনে করেন সন্তানরা ইংরেজিতে কথা বললে মানুষ স্মার্ট ভাববে: প্রধানমন্ত্রী
অনেকে মনে করেন সন্তানরা ইংরেজিতে কথা বললে মানুষ স্মার্ট ভাববে: প্রধানমন্ত্রী
সন্তানদের বিদেশি ভাষা শেখাতে গিয়ে মাতৃভাষা বাংলা যেন হারিয়ে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, কিছু শিশুদের বাবা-মা ভাবে তাদের সন্তানরা ইংরেজি ভাষায় কথা বললে মানুষ তাদের স্মার্ট ভাবে। কেউ কেউ তো পারলে বাংলা ভাষা বাদ দিয়ে দেয়। কিন্তু কেন? বিদেশে কিন্তু শিশুদের একাধিক ভাষা শিক্ষা দেওয়া হয়।
বুধবার বিকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এরআগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় আরও উপস্তিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ।
প্রধানমন্ত্রী বলেন, শিশুদের ভাষা শিক্ষা দিতে হবে। বাংলা ভাষার পাশাপাশি বিভিন্ন ভাষাও শিক্ষা দিতে হবে। কারণ নিজের ভাষা শিক্ষার পাশাপাশি অন্যভাষাও শেখ যায়। অনেকে নিজের ভাষাকে বাদ দিয়ে ইংরেজি ভাষার প্রতি জোর দেয়। কিছু শিশুদের বাবা-মা ভাবে তাদের সন্তানরা ইংরেজি ভাষায় কথা বললে মানুষ তাদের স্মার্ট ভাবে। কেউ কেউ তো পারলে বাংলা ভাষা বাদ দিয়ে দেয়। কিন্তু কেন বিদেশে কিন্তু শিশুদের একাধিক ভাষা শিক্ষা দেওয়া হয়।
শেখ হাসিনা বলেন, দেশের ভাষা নিয়ে কাজ করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করা হয়েছে। ভাষা নিয়ে গবেষণা করতে হবে। বাংলাভাষা আরও এগিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও বাংলা একাডেমিকে এক সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাতৃভাষা প্রতিটা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দুঃখ হলো, দেশের ইতিহাসকে বিকৃতি করে কেউ কেউ মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু কেউ ইতিহাসকে মুছে ফেলতে পারেনি। জাতি ঠিকই সঠিক ইতিহাস জানতে পারছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এখন ইউনেস্কোর দ্বিতীয় ধাপে আছে।