অন্তর্বর্তীকালীন সরকারকে চরমোনাই পীর, আ.লীগের পতন থেকে শিক্ষা নিন
আওয়ামী লীগ সরকারের পতন থেকে অন্তবর্তীকালীন সরকারকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শনিবার (১০ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৯ দফা দাবিতে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আয়োজিত গণসমাবেশে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘যদি আপনারাও কোনো অন্যায় কাজের সাথে জড়িয়ে যান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম আপনাদের বিরুদ্ধেও কথা বলতে বাধ্য হবে। যদি দেশের শান্তির জন্য, দেশ রক্ষার জন্য আপনারা কাজ করেন, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অতন্দ্র প্রহরীর মতো আপনাদের সামনে, পিছনে ও পাশে থাকে সহযোগিতা করবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘যখন আমার বাংলাদেশের ভবিষ্যৎ, আমার শিক্ষার্থীরা ন্যায্য অধিকারের জন্য আওয়াজ তুলেছিলো, তখন ফেরাউনের ভূমিকায় সেই সরকার এই বাংলাদেশের মসনদে বসে মানুষকে হত্যা করেছিলো, গুম করেছিলো। এই ফেরাউন মসনদে বসে বসে টাকা পাচার করেছে বিদেশে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিলো। মা তার সন্তান হারিয়েছিলো, বাপ তার সন্তান হারিয়েছিলো। আর ওরা ঠাণ্ডা মাথায় অন্য দেশে বিক্রি করতে চেয়েছিলো।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশ যখন ৫ আগস্ট আবার স্বাধীন হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমস্ত সংগঠনগুলো এ দেশে সংখ্যালঘু হিন্দুসহ তাদের মন্দির, গির্জা পাহাড়া দেওয়া আবার দেশ পুনঃগঠনের চেষ্টা করছি। কিন্তু এক শ্রেণি আবার দুর্নীতিগ্রস্ত, জালিম।’
ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলনা বোরহান উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।