জাতীয়

অবরোধের প্রথম দিন যানবাহন সংকটে অফিসগামীরা ঝুঁকছেন রিকশায়

মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের প্রথম দিন রাজধানীর মগবাজার, মৌচাক, বেইলি রোড এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় বাস ও প্রাইভেটকার তুলনামূলকভাবে কম।অফিসগামী লোকজন বাসের অপেক্ষায় ছিলেন।অনেককেই বাসের জন্য অপেক্ষা করে পরে রিকশায় করে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

রাজধানী মগবাজার মোড়ে কোনো রাজনৈতিক দলের পিকেটিং করতে দেখা যায়নি। তবে পুলিশকে টহল দিতে দেখা গেছে।

মগবাজার ওয়ারলেস মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষমাণ যাত্রী সেজান মাহমুদ বলেন, অবরোধে বাস কম। তবে যাত্রী বেশি। তাই বাসে ঠেলাঠেলি করে উঠতে পারছি না। অনেকক্ষণ ধরে বাসে ওঠার জন্য চেষ্টা করছি।

উল্লেখ্য, ২৮ অক্টোবর সমাবেশে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর টানা তিন দিনের অবরোধ ডেকেছে বিএনপি। এর আগে একই ইস্যুতে ২৯ অক্টোবর হরতাল পালন করে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d