অবরোধের প্রভাব পড়েনি চট্টগ্রামে
দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও চট্টগ্রাম নগর ও জেলাতে তেমন প্রভাব পড়েনি। স্বাভাবিক ছিল নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে সব ধরনের যানচলাচল।
সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, অবরোধের মধ্যেও বের হয়েছে ছোট-বড় সব ধরনের গাড়ি। কোনো কোনো মোড়ে গাড়ির চাপে যানজট লেগে থাকতেও দেখা গেছে। খুলেছে প্রায় সব ধরনের দোকানপাট ও অফিস-আদালত। সেখানে উপস্থিতিও প্রায়ই স্বাভাবিক ছিল।
এদিন সকাল থেকে নগরের কোথাও গাড়িতে আগুন দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি। অবরোধের সমর্থনে মাঠে দেখা যায়নি বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোকে।
তবে বেশ কিছু জায়গায় বিএনপি-জামায়াতের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। এতে কোন ধরনের প্রভাব পড়েনি জনজীবনে। অবরোধেও চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে প্রায় সব ট্রেনই। দূরপাল্লার কিছু পরিবহন বন্ধ থাকলেও বেশিরভাগ যানবাহন চালু ছিল।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামে কোনো যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
এদিকে নগরীর বিভিন্ন মোড়ে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।