জাতীয়

অবরোধের মধ্যেই আজ সেসব জেলায় বিএনপির হরতাল

আজ সিলেট বিভাগের চার জেলা ও কিশোরগঞ্জে হরতাল পালন করছে বিএনপি।সিলেটে অবরোধ চলাকালে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগের চার জেলায় বুধবার সকাল–সন্ধ্যা হরতালের ডাক দেয় সিলেট জেলা ও মহানগর যুবদল।

অন্যদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবরোধ চলাকালে বিএনপি-পুলিশ সংঘর্ষে ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ ও কৃষক দল নেতা বিল্লাল মিয়া নিহতের প্রতিবাদে বুধবার (১ নভেম্বর) আধা বেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

মঙ্গলবার রাতে জেলা কিশোরগঞ্জ জেলার বিএনপির সহদপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পতনের এক দফা দাবি ও মহাসমাবেশে পরিকল্পিত হামলার প্রতিবাদে বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া এবং আহত হন দুই শতাধিক নেতাকর্মী। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি আগামীকাল (বুধবার) কিশোরগঞ্জ জেলায় সকাল ছয়টা থেকে বেলা দুটা পর্যন্ত আধা বেলা সর্বাত্মক হরতাল আহ্বান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে দুজন নিহত হন। বিএনপির দাবি, পুলিশের গুলিতে তাদের দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছয়সূতি বাসস্ট্যান্ডে এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মস্তুফা বলেন, মিছিলকারীরা প্রথমে পুলিশের ওপর হামলা চালান। হামলায় অন্তত ২০ জন আহত হন। তাদের অনেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

ওসি বলেন, তার জানামতে এ ঘটনায় একজন মারা গেছেন। তবে সেটি গুলিতে, নাকি অন্য কোনো কারণে মারা গেছেন, তা নিশ্চিত নয়।

এদিকে সিলেট বিভাগের চার জেলা সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে জেলা বিএনপি। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে যুবদল নেতা জিল্লুর আহমদ (৪২) নিহতের ঘটনায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এ হরতালের ডাক দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d