অবরোধে খাতুনগঞ্জে ট্রাকের আনাগোনা কম
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের কারণে পণ্যবাহী ট্রাকের আনাগোনা কমেছে দেশের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জ এলাকায়। অন্যান্য সময়ের তুলনায় দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে এসব এলাকায় ট্রাক ঢুকেছে কম। তবে আগে থেকে পণ্য মজুদ থাকায় এর কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ট্রাক চালক ও ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্নস্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটার কারণে ট্রাক মালিকেরা গাড়ি ছাড়তে চাইছেন না। যে কয়েকটি ছেড়ে এসেছে তাও চালকের জিম্মায়। যার কারণে ভাড়া গুনতে হয়েছে ৩ থেকে ৫ হাজার টাকা বাড়তি।
চট্টগ্রাম ট্রান্সপোর্ট নামে এক পরিবহন সংস্থার কর্মকর্তা বাবুল চন্দ্র রায় সিভয়েসকে বলেন, টানা তিনদিনের অবরোধের কারণে রাস্তায় ট্রাক চালানো অনেকটাই বিপদজনক হয়ে গেছে। অন্যদিকে ট্রাক ড্রাইভাররা নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে বাড়তি বেতন দিয়ে তাদের কাজে আনতে হচ্ছে।