অন্যান্য

অবরোধ, ১২ ঘণ্টায় ১০ বাসে আগুন

ঢাকা: বিএনপি-জামায়াতের দ্বিতীয় ধাপে ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে এ কর্মসূচি।

অবরোধকে ঘিরে শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার ভোর সাড়ে ৬টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ১২টি অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে শুধু বাসই পুড়েছে ১০টি।

রোববার সকালে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর সাড়ে ৬টা পর্যন্ত ১২টি আগুনের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে সাতটি, নারায়ণগঞ্জ-গাজীপুরে দুইটি, রাজশাহী বিভাগে (সিরাজগঞ্জ) একটি, বরিশালে (চরফ্যাশন) একটি, রংপুরে (পীরগঞ্জ) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১০টি বাস ও একটি রাজনৈতিক দলের কার্যালয় পুড়েছে।

ফায়ার সার্ভিসের দেওয়া এ তথ্যের পরে রাজধানীর খিলগাওয়ে আরও একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d