অবৈধ গাড়ি পার্কিং বন্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষার পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে খাগড়াছড়ি সরকারি কলেজের পার্শ্বস্থ সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের পার্শ্বস্থ সড়কে এ কর্মসূচি পালন করে খাগড়াছড়ি সরকারি কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা প্রদান করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগে বলেন, বর্তমান সময়ে পর্যটক বাড়ার সাথে সাথে খাগড়াছড়িতে বাসের সংখ্যাও অনেক বেড়ে গেছে। বাসগুলো যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে। সম্প্রতি কলেজের সামনে চেঙ্গী স্কয়ার থেকে খাগড়াছড়ি গেইট পর্যন্ত বাসগুলো সারাদিন পার্কিংয়ে পড়ে থাকায় ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগণের চলাফেরায় চরম অসুবিধা সৃষ্টি হচ্ছে।
তারা আরো অভিযোগ করেন, কলেজ গেইট দিয়ে মেয়ে শিক্ষার্থীদের চলাফেরার সময় বাস শ্রমিকরা প্রায় সময় তাদের সাথে অশোভন আচরণ করে থাকে। কলেজের সামনে পার্কিং থাকায় বাস শ্রমিকেরা কলেজ পুকুর থেকে পানি নেওয়ার সময় ছাত্রীরা চরম অস্বস্তিকর অবস্থায় পড়ে। প্রায় সময় ইভটিজিং এর শিকার হয়। বিকাল ও রাতে সেখানে একটি ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। গাড়ির তেল-মোবিল ও নানা মানব বর্জ্য পদার্থে কলেজ আঙ্গিনার পরিবেশ দূষণ হচ্ছে।
এ সময় শিক্ষার্থীরা, স্থানীয় প্রশাসনসহ সর্বোচ্চ মহলের সু-দৃষ্টি কামনা করে বলেন, আমরা আপনাদেরই সন্তান, আমাদের ন্যায় দাবি মেনে নিয়ে অভিলম্বে কলেজ গেইট হতে চেঙ্গী স্কয়ার এবং চেঙ্গী স্কয়ার হতে খাগড়াছড়ি গেইট পর্যন্ত যানবাহনসমূহ সরানোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় যে কোন মুহূর্তে সড়ক দুর্ঘটনাসহ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।