অভ্যন্তরীণ কোন অঙ্গ কখন সক্ষমতা হারাচ্ছে জানতে পারবেন যেভাবে
একজন মানুষের অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যে কোনটি কত দ্রুত কার্যকারিতা হারাচ্ছে বা কোনটির সক্ষমতা প্রথমেই ফুরিয়ে যাবে তা পরীক্ষা করে আগেভাগে জানতে পারা সম্ভব। এমনটি দাবি করেছেন একদল বিজ্ঞানী।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, হৃদপিণ্ড, মস্তিষ্ক এবং ফুসফুসসহ শরীরের ১১টি প্রধান অঙ্গের ওপর পর্যবেক্ষণ চালাতে সক্ষম হয়েছেন তারা। এদের মধ্যে রয়েছেন কয়েক হাজার প্রাপ্তবয়স্ক যাদের অধিকাংশই পর করেছেন তাদের মধ্যবয়স। গবেষণায় দেখা গেছে, ৫০ বছরের বেশি বয়সী পাঁচজনের মধ্যে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির অন্তত একটি অভ্যন্তরীণ অঙ্গ নীরবে দ্রুত কার্যকারিতা হারিয়ে ফেলছে।
এদের মধ্যে প্রতি একশ জনে অন্তত দুজনের এমন দুই-একটি অঙ্গ থাকতে পারে যা তাদের বয়সের বা শারীরিক অবস্থার তুলনায় ইতোমধ্যে দূর্বল হয়ে পড়েছে।
যদিও সবগুলো অঙ্গ আলাদাভাবে পরীক্ষা করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ তাই শুধুমাত্র বিশেষ রক্ত পরীক্ষার মাধ্যমেই জানা যাবে শরীরের সবগুলো অঙ্গের সবশেষ কার্যকারিতার মাত্রা। এতে করে আগেভাগেই শুরু করা যেতে পারে সেই অঙ্গের চিকিৎসা। এতে কার্যকারিতা হারানোর শঙ্কাও নেমে যাবে তলানিতে।
গবেষণায় বলা হয়, মস্তিষ্ক, হৃদপিণ্ড,ফুসফুস,অন্ত্র, কিডনি, রক্তনালী (ধমনী), ইমিউন টিস্যু, মাংশপেশি, অগ্ন্যাশয়সহ অন্তত ১১ অতিগুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গের কার্যকারিতা জানা যেতে পারে রক্তের প্রোটিনের মাত্রা পরীক্ষার মাধ্যমে।