চট্টগ্রামরাজনীতি

‘অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করে চলেছেন বঙ্গবন্ধুকন্যা’

মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু বলেছেন, ‘গীতা শিক্ষা একজন মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য পড়াশোনা করিয়ে আজকের শিক্ষার্থীদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

রোববার (২৪ মার্চ) বিকেল ৪ টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা বাগান বিষ্ণু মন্দিরে পার্থসারথী গীতা সংঘ ও শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত ভগবান শ্রী কৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী ভুবনমঙ্গল তারকব্রহ্মের প্রাক্কালে গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাবেক ছাত্রনেতা দেবাশীষ পাল দেবু আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করে চলেছেন। তিনি শুধু দেশের নেত্রী নয়, তিনি এখন বিশ্বনেত্রী।’

মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শিবলু কুমার দাশের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা জিৎ কর বাবু এবং উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা সুজিত দাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d