বিনোদন

অস্কার-২০২৪ এর দৌড়ে প্রিয়াঙ্কা চোপড়ার ছবি

অস্কার-২০২৪ এর এবারের আসর বসবে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। ১০ মার্চের দিকে তাকিয়ে গোটা বিশ্বের সিনেপ্রেমীরা। এবার অস্কারের জন্য মনোনীত ‘টু কিল এ টাইগার’-এর টিমের সঙ্গে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইতোমধ্যেই নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী ফিচার ডকুমেন্টারির স্ট্রিমিং ঘোষণা করেছে।

ইনস্টাগ্রামে একটি ডেডলাইন আর্টিকেলের স্ক্রিনশট পোস্ট করেন প্রিয়াঙ্কা। তিনি লিখেছেন, ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত তথ্যচিত্রের দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। ২০২২ সালে যখন আমি প্রথম এই ছবিটি দেখি, তখন আমি তত্ক্ষণাত্ এই ছবির মর্মস্পর্শী বর্ণনায় মুগ্ধ হয়ে যাই, যেখানে দেখানো হয়েছে বিচার ব্যবস্থার মধ্যে একজন বাবার তার মেয়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সাহসী সংগ্রামের পথ বেছে নিয়েছেন।

প্রিয়াঙ্কা বলেন, এই প্রকল্প একজন নিষ্ঠাবান বাবার তার প্রিয় মেয়ের প্রতি অসীম ভালোবাসা ও দৃঢ় সংকল্পের প্রমাণ। এই হার্ড হিটিং আর্টের টুকরোটিও সত্যিই অনেক স্তরের মানুষের ঘরে আঘাত করে, কিন্তু ব্যক্তিগতভাবে, আমি ঝাড়খণ্ড রাজ্যে জন্মগ্রহণ করেছি (যেখান থেকে মেয়েটি এবং তার বাবা এসেছেন), এবং একজন বাবার মেয়ে হিসাবে যা আমার কাছে চিরকালের চ্যাম্পিয়ন হওয়ার মতো। আমার মন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এই মর্মস্পর্শী কাহিনী আবিষ্কারের জন্য সারা বিশ্বের দর্শকের জন্য অপেক্ষা করতে পারছি না।

ইনস্টাগ্রামে ‘টু কিল এ টাইগার’ ছবির পরিচালক নিশা পাহুজা একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লেখেন, আমরা জানাতে পেরে রোমাঞ্চিত যে, নেটফ্লিক্স টিওআইজিইআর-এর বিশ্বব্যাপী এই ছবির রাইটস পেয়েছে! আরো বড় কথা হলো, প্রিয়াঙ্কা চোপড়া এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে যোগ দিয়েছে। ২০২২ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির প্রিমিয়ারের পর প্রিয়াঙ্কা এই ছবির প্রতি সমর্থন জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d