খেলা

অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালো ভারত

বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারালো ভারত

রবিবার (৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে শুরুতেই ফিল্ডিং করে ভারত। ব্যাট করতে নেমে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ২০০ রান তাড়া করতে নেমে ৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ভারত। এরপর কেএল রাহুলকে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেন বিরাট কোহলি। তাদের তৈরি করা পথ ধরে ম্যাচটা সহজে জিতে নিলো ভারত। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু কররো স্বাগতিকরা।

কোহলি ও রাহুল জুটি বেঁধে শুরুর অশনি সংকেত দূর করে দেন। দুজনেই করেন হাফ সেঞ্চুরি। ৭৫ বলে কোহলি ফিফটি করেন, পঞ্চাশ করতে ৭২ বল খেলেছেন রাহুল। তাদের জুটিতে জয়ের ইঙ্গিত পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু কোহলিকে থামতে হয়। ৮৫ রানে আউট হন তিনি। রাহুল ৪২তম ওভারে ম্যাচ জয়ী শট খেলেন।

এর আগে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেললেন অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্র্যাজার-ম্যাকগার্ক। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে টপকে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ম্যাকগার্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d