অস্ত্রসহ আরসা প্রধানের সহকারী গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মি (আরসা) এর প্রধান আতা উল্লাহ আবু জুনুনীর একান্ত সহকারী এরশাদ নোমান চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কুতুপালং থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মি (আরসা) প্রধান আতা উল্লাহ আবু জুনুনীর একান্ত সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছে।
তিনি আরও জানান- তার নেতৃত্বে ও নির্দেশনায় বিভিন্ন ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলো। এছাড়াও এরশাদ দীর্ঘদির ধরে বিভিন্ন দেশের অর্থ সরবারহকারীদের সঙ্গে আরসার অর্থ সমন্বয় করে আসছিল।