খেলা

অস্ত্রোপচার সফল নেইমারের, কোপা আমেরিকার আগে ফেরার সম্ভাবনা

হাঁটুর চোট থেকে ফিরে আসতে অস্ত্রোপচার করানো হয়েছে নেইমারের। বেলো হরিজন্তের হাসপাতালে গতকাল ব্রাজিল জাতীয় দলের সার্জন রদ্রিগো লাসমারের অধীনে করানো এই অস্ত্রোপচার সফল হয়। তবে এখনও জানা যায়নি ঠিক কবে মাঠে ফিরবেন আল হিলাল ফরোয়ার্ড।

যদিও সংবাদমাধ্যম ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকরা ধারণা করছেন যে আগামী কোপা আমেরিকার আগে সুস্থ হবেন নেইমার। যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি শুরু হবে আগামী জুনে।

গত মাসে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ফাউলের শিকার হন নেইমার। সঙ্গে সঙ্গে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। পরবর্তীতে দেশটির ফুটবল ফেডারেশন ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করে এবং জানায় অস্ত্রোপচার করানো হবে। এবার সেটিই সম্পন্ন করা হয়।

অস্ত্রোপচারের পর নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে তার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সব ঠিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d