অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ লাখ টাকা জরিমানা
রাঙামাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি খাবার তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে গুণতে হল জরিমানা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এ জরিমানা করা হয়েছে।
রবিবার সকালে শহরের রির্জাভ বাজার হিলমুন সুইটসের বেকারিতে ময়লা দুর্গন্ধযুক্ত খাবার সংরক্ষণ ও বিপণন করার অভিযোগে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরাম। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ। আরও উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সেপক্টর সওকত আলী, পৌরসভার স্যানিটারি ইন্সেপক্টর ফিরোজ আল মাহমুদ প্রমুখ।
অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সবসময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। আজ শহরের রির্জাভ বাজার এলাকায় একটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। সেই সময় বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচলানা না করায় এই প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমান করা হয়। এই অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।
অস্বাস্থ্যকর পরিবেশে থাকা খাদ্যদ্রব্যগুলো এ সময় বিনষ্ট করা হয়।