আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় করতে চট্টগ্রামে আসছেন সিইসি-ইসি সচিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১৩দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চট্টগ্রামের ১৬ আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র এবং বিভিন্ন দলের ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। এখন প্রত্যেক দলের প্রার্থীদের পদচারণায় সরগরম নির্বাচনী মাঠ। এক সাথে গণসংযোগ–প্রচার–প্রচারণায় প্রার্থীদের অভাব–অভিযোগের কমতি নেই। বিশেষ করে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অভাব–অভিযোগের অনেক।
এমন অবস্থায় প্রার্থী এবং প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের জন্য আজ সোমবার চট্টগ্রাম আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।
পরদিন ২৬ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার সকালে এলজিইডি মিলনায়তনে চট্টগ্রামের ১৬ আসনের ১২৫ প্রার্থীর সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
এরপর দুপুর ১২টায় আইস ফ্যাক্টরি রোডস্থ পিটিআই মিলনায়তনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের সকল জেলার প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
প্রার্থীদের সাথে এবং প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।
এছাড়াও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বিজিবি, র্যাব, আনসার, ইপিবিএন–এর চট্টগ্রাম জোনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার ব্যাপারে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।
এই ব্যাপারে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা খুবই গুরুত্বপূর্ণ।