চট্টগ্রাম

আকবরশাহতে সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকা থেকে ৩ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জসিম উদ্দীন (৪২), মোহাম্মদ শহীদুল্লাহ (২১) ও রিদওয়ান হোসেন।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুন জানান, আটক তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিএমপির আকবরশাহ থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d