চট্টগ্রাম

আকবরশাহে গাঁজাসহ ‘বাবা-মেয়ে’ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) রাত সোয়া ১১টায় সিটি গেট এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ছেরারকুল এলাকার মৃত মোবারক আলীর ছেলে মো. হাছিম প্রকাশ কাশিম (৬৫) ও একই এলাকার ‍মৃত আমির হোসেনের মেয়ে খুরশিদা আক্তার প্রকাশ খুশি (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম এরশাদ উল্লাহ। তিনি জানান, গতকাল সিটি গেট এলাকায় মহাসড়কের উপর গাড়ি তল্লাশি করার সময় স্টার লাইন পরিবহনের একটি বাস থেকে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ৬ কেজি গাজাঁ ও খুরশীদা আক্তারের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d