দেশজুড়ে

আগুনে পুড়লো প্রায় ৫০টি পান বরজ

রাজশাহীর বাগমারায় আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে প্রায় ৫০টি পানের বরজ। শুক্রবার (৩ মে) দুপুরে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের মাঠে হঠাৎ করেই একটি পান বরজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, একটি পান বরজের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরও কয়েকটি বরজে। এতে প্রায় ৪০ বিঘা পানের বরজ ক্ষতিগ্রস্থ হয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে টানা তাপদাহ চলে আসছে। এই কারণে আগুন ধরার সাথে সাথে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন লাগার খবরে বাগমারা, মোহনপুর ও আত্রাইয়ের ৫টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। এতে আগুনে অর্ধশতাধিক কৃষকের ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় কয়েকজন কৃষক ওই মাঠে কাজ করছিলেন। দুপুরে তারা বিশ্রাম নেয়ার সময় ধুমপান করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধুমপান করা সিগারেট বা বিড়ির আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d