আন্তর্জাতিক

আগ্নেয়গিরির বিস্ফোরণে ইন্দোনেশিয়ায় ১১ মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরির বিস্ফোরণে কমপক্ষে ১১ জন আরোহীর মৃতদেহ পাওয়া গেছে। সোমবার স্থানীয় এক উদ্ধারকারী কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

সুমাত্রা দ্বীপের মারাপি পর্বতের উচ্চতা ২,৮৯১ মিটার (৯,৪৮৪ ফুট)। রবিবার এই পর্বতে অগ্ন্যুৎপাত হলে আকাশে ৩০০০ মিটার ওপরে ছাই ছড়িয়ে পড়ে।
পাদাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আবদুল মালিক বলেন, ২৬ জন লোককে সরিয়ে নেওয়া যায়নি। আমরা তাদের মধ্যে ১৪ জনকে খুঁজে পেয়েছি। তিনজনকে জীবিত পাওয়া গেছে এবং ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

তিনি বলেন, শনিবার থেকে পাহাড়ে মোট ৭৫ জন পর্বতারোহী ছিলেন যাদের উদ্ধারকর্মীরা উদ্ধারের চেষ্টা করছিলেন।

১২ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং ৪৯ জন নেমে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস ধরে আগ্নেয়গিরিটি হঠাৎ সক্রিয় হয়ে উঠছে, বাতাসের কয়েক কিলোমিটার জুড়ে দেখা যায় শুধু ছাইয়ের কুণ্ডলি। সরকার ওই এলাকার কাছাকাছি কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে।

জনবহুল দেশগুলোর মধ্যে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি হল সিনাবুং, এটি প্রশান্ত মহাসাগরের তীরে ‘রিং অফ ফায়ার’ নামের আগ্নেয়গিরির বেল্ট বরাবর দাঁড়িয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d