চট্টগ্রামসাতকানিয়া

‘আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর’

চট্টগ্রাম-১৫ আসনের এমপি আব্দুল মোতালেব বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্মার্ট কারিগর। তারাই উন্নত দেশ গড়ায় নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করেছে, যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সাতকানিয়া দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের উদ্দেশ্যে এমপি আব্দুল মোতালেব বলেন, আপনারা নিজেদের সন্তানকে যেভাবে আদর যত্ম সহকারে গড়ে তোলার চেষ্টা করেন, ঠিক সেভাবেই শিক্ষার্থীদেরও গড়ে তুলবেন। তাদের প্রযুক্তির বিষয়ে ধারণা দিতে হবে, যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। আজকের শিক্ষার্থীদের হাত ধরেই ভিশন-৪১ এর স্মার্ট বাংলাদেশে পৌঁছে যাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান আলী, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d