আত্মহত্যা নিয়ে যা বলেছিলেন অভিনেত্রী তানজিন তিশা
কয়েকদিন আগেই আত্মহত্যা করে না ফেরার দেশে চলে যান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তার মৃত্যুর নিয়ে নানা রহস্য রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রেমের সম্পর্ক ও অনলাইন প্লাটফর্মে জুয়া সংক্রান্ত বিষয় জানায়।
হুমায়রা হিমুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার গুঞ্জন উঠেছে―আত্মহত্যার চেষ্টা করেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এ ব্যাপারে এ তারকার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।
এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে। আর বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিশা।
এদিকে কিছুদিন আগে যখন হুময়ারা হিমুর মৃত্যু হয় এবং মৃত্যু রহস্যে আত্মহতার বিষয় উঠে আসে, তখন আত্মহত্যা নিয়ে কথা বলেছিলেন তানজিন তিশা। তখন এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেছিলেন, মিডিয়াতে আত্মহত্যা খুব বেড়েছে, এটা ভুল ধারণা।
তিশা আরও বলেন, কেউ যদি ডিপ্রেশন থেকে আত্মহত্যা করে তাহলে সেটি একদমই ভুল। এটি যে শুধু আমাদের শোবিজে হচ্ছে, তা নয়। বরং সারা বাংলাদেশেই হচ্ছে। কিন্তু আমাদের চোখে শুধু মিডিয়াতে কী হচ্ছে না হচ্ছে সেটি পড়ে। আসলে নেতিবাচক বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে সবার ইতিবাচকভাবে চিন্তা করা প্রয়োজন।