জাতীয়

আনসারদের বিক্ষোভে অবরুদ্ধ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা

 চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন।

গত দুদিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা।

দীর্ঘ সময় অফিস শেষ করে বাসায় ফিরতে না পারায় বিড়ম্বনায় পড়েছেন সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৫ আগস্ট) সকাল থেকে সচিবালয়ে সবগুলো গেটে অবস্থান নেন আনসাররা। বিকেলে অফিস ছুটি হলেও সচিবালয় থেকে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারছে না।

আনসারদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসার সদস্যরা।

সচিবালয়ের সবগুলো গেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। কর্মকর্তা-কর্মচারীসহ অনেক দর্শনার্থীকে বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান করতে দেখা গেছে। পরে বিকেল ৫টা ১০ মিনিটে সচিবালয়ের ৫ নং গেট প্রেসক্লাবের সামনের গেট দিয়ে ধীরে ধীরে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীদের বের হতে দেখা গেছে।

সচিবালয়ের এক নারী কর্মকর্তা জানান, বাসায় ছোট বাচ্চা আছে। আমাদের এভাবে অবরুদ্ধ করে রেখে তাদের কী লাভ। আমাদের জীবনের নিরাপত্তা নেই।

এদিকে রোববার চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন তারা। এক পর্যায়ে দুপুরে ১টার দিকে সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা ‌সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।

অর্ধ শতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তারা বলছেন, হয় আমাদের চাকরি জাতীয়করণ করেন না হয় আমাদের মেরে ফেলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খাতের বঞ্চিতরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন। এজন্য বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ থাকতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d