আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- সিয়াম শোয়াইব জিম, মো. শহীদুল ইসলাম ও মুনতাসিন আহম্মেদ তৌসিব। তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ১৬টি বিভিন্ন উগ্রবাদী বই জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানান এটিইউ’র এসপি (ট্রেনিং) মোছা. শিরিন আক্তার জাহান।
তিনি বলেন, গত ৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা রেলওয়ে থানার কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরে ক্যাফেটরিয়ার দোকানের সামনে থেকে সিয়ামকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। তার তথ্যের ভিত্তিতে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের কোতয়ালী এলাকা থেকে শহীদুলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের কোতয়ালী এলাকা থেকে মুনতাসিনকে গ্রেফতার করা হয়।
এটিইউ বলছে, গ্রেফতারকৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ও সমর্থক। তারা আনসার আল ইসলামের পক্ষে বিভিন্ন অপরাধমূলক কাজে একে অপরকে সহায়তা করতো এবং সংগঠনের পক্ষে প্রচার-প্ররোচনা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতরা কারাবন্দী শীর্ষ জঙ্গিদের সঙ্গে বাইরে মুক্ত জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত। একইসঙ্গে নিয়মিতভাবে কারাবন্দী জঙ্গিদের লজিস্টিকস্ সহায়তা দিতো। তারা খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছিল।