আনোয়ারায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিলেন যুবলীগ নেতা
কোরবানির বাজারে কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা নাছির উদ্দীন। শনিবার (১৫ জুন) সকালে উপস্থিত স্থানীয়দের সামনে প্রকৃত মালিকের হাতে এসব টাকা তুলে দেন তিনি। এর আগে নিজ ফেইসবুক ওয়ালে পোস্ট করে টাকা পাওয়ার বিষয়টি ঘোষণা করেন এই যুবলীগ নেতা।
জানা যায়, আনোয়ারার সদরের ব্যবসায়ী ঝিনু হার্ডওয়ারের মালিক মো. খোকন হাইলধর ইউনিয়নের পালের হাট পশুবাজারে কোরবানির গরু কিনতে যায়। কিন্তু মনের মত না হওয়ায় গরু না কিনে ফিরে আসার সময় ৮০ হাজার টাকার একটা বান্ডেল হারিয়ে ফেলেন। এমন সময় নাছির উদ্দীন নামে এক যুবলীগ নেতার ফেসবুক পোস্টের মাধ্যমে টাকা খুঁজে পাওয়ার বিষয়টি জানতে পারে খোকন। পরবর্তীতে নাছির উদ্দীনের সাথে যোগাযোগ করে কোরবানির হারানো টাকাগুলো ফিরে পায় প্রকৃত মালিক।
টাকা ফিরে পেয়ে খোকন জানান, সকালে টাকা হারানোর বিষয়ে নিশ্চিত হই, তৎক্ষণাৎ নাছির ভাইয়ের পোস্টটি দেখতে পাই। পৃথিবীতে এখনো যে প্রকৃত ভালো মানুষ রয়েছে সেটা নাছির ভাইয়ের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে।
এবিষয়ে যুবলীগ নেতা নাছির উদ্দীন জানান, মূলত টাকাগুলো খুঁজে পেয়েছে তেকোটা এলাকার বাবুল ভাই। সাথে সাথে টাকা খুঁজে পাওয়ার বিষয়টি সে আমাকে জানালে আমি ফেইসবুকে পোস্ট করে প্রকৃত মালিকের সন্ধান করি। এসময় টাকার মালিক ব্যবসায়ী খোকন আমার সাথে যোগাযোগ করলে স্থানীয়দের উপস্থিতিতে টাকাগুলো ফেরত দিই।