চট্টগ্রামনগরজুড়ে

আনোয়ারায় জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ১৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এসব জাটকা ইলিশ স্থানীয় ১২টি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও জাটকা ইলিশ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিবাগত রাত ১টার দিকে কালাবিবির দিঘির মোড় মৎস্য আড়ৎ এলাকা থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মাছ জব্দ করে।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম উপস্থিত ছিলেন।

শাস্তি পাওয়া মাছ ব্যবসায়ীরা হলেন- জুঁইদন্ডী ইউনিয়নের আব্দুস শুক্কুর (৩২), মোহাম্মদ ফোরকান (৫৫), মোহাম্মদ জামশেদ (৩৫), মোহাম্মদ আনিস (২৮)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন বলেন, অনেক দিন থেকে কিছু কিছু জেলে গোপনে জাটকা ইলিশ শিকার করে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা ১২টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d