আনোয়ারায় দুই ট্রাক সামুদ্রিক মাছ জব্দ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ সময়ে মাছ পরিবহন করায় বিভিন্ন প্রজাতির দুই ট্রাক (আনুমানিক সাড়ে ৫ হাজার কেজি) সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পিএবি সড়কের শোলকাটা রাস্তার মোড় থেকে মাছের ট্রাক দুটি জব্দ করা হয়।
এ সময় মৎস্যসম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ট্রাকের ড্রাইভারদের পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
অভিযানের বিষয়ে জানতে চাইলে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, ‘৬৫ দিন সাগরে মাছ ধরার নিষিদ্ধ সময়ে মাছ বহন করায় আনুমানিক সাড়ে ৫ হাজার কেজি লইট্যা ও বাইলা ইত্যাদি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে ৩ লাখ ১২ টাকায় নিলাম বিক্রি করা হয়।
অভিযানে মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।