আনোয়ারাচট্টগ্রাম

আনোয়ারায় ৭ হাজার কেজি সামুদ্রিক মাছসহ আটক ৮

চট্টগ্রামের আনোয়ারায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের অভিযানে বিভিন্ন প্রজাতির ৭ হাজার ১১০ কেজি সামুদ্রিক মাছসহ আটজনকে আটক করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার তৈলারদ্বীপ সেতুর উত্তরে পিএবি সড়ক থেকে ট্রাকসহ মাছগুলো জব্দ করা হয়।

এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়। আর মাছগুলো উপজেলার ৮৭টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আটকরা হল, কায়সার মিয়া (৫৫), রেজাউল আজিম (২৯), আবদুল করিম (৩৪), জাবের হোসেন (৩৯), রেজাউল করিম (৪২), বেলাল হোসেন (২৫), মো. আজিম (২৮) ও আবদুল শুক্কুর (২৮)।

নৌ পুলিশ জানায়, ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে অতি গোপনে সাগরে মাছ শিকার করে চালান করা হচ্ছে, এমন তথ্য পেয়ে তৈলারদ্বীপ সেতুর উত্তরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় বাঁশখালী ও পেকুয়া থেকে আসা চট্টগ্রামমুখী দুটি ট্রাক ও একটি পিকআপ গাড়ি আটক করা হয়। গাড়িগুলোতে তল্লাশি চালিয়ে ৮২টি প্লাস্টিকের ড্রামভর্তি লইট্টাসহ বিভিন্ন প্রজাতির সাত হাজার ১১০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। এ সময় গাড়ির চালকসহ মাছ চালানে জড়িত আটজনকে আটক করা হয়েছে।

বার আউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) টিটু দত্ত বলেন, আটকদের বিরুদ্ধে আনোয়ারা থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা হয়েছে। আগামীকাল সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d