আন্তঃনগর বাসে ২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকা থেকে প্রায় চার লাখ টাকার ২৪ কেজি গাঁজাসহ মো. আক্তার হোসেন (২৬) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকায় পাকা রাস্তার ওপর গাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আক্তার হোসেন চন্দনাইশের মৃত সিদ্দিক আহম্মেদের ছেলে।
তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম।
তিনি বলেন, ‘রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাস্থ ফৌজদারহাট এলাকার পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় একটি আন্তঃনগর বাসের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামিয়ে তল্লাশির নির্দেশ দেওয়া হয়। এ সময় আক্তার হোসেন নামে এক যুবকের দুইটি ট্রাভেল ব্যাগ থেকে আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো জব্দ এবং ওই যুবককে গ্রেপ্তার করা হয়।’