চট্টগ্রাম

আপনারা আমলা, আমরা কামলা: সিডিএ চেয়ারম্যান

আমলাদের সীমাবদ্ধতা আছে উল্লেখ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেছেন, আমার আর মেয়র মহোদয়ের সীমাবদ্ধতা নেই। আপনারা হলেন আমলা, আমরা হলাম কামলা। কার কামলা? শেখ হাসিনার কামলা। আমাদের রাতও নেই, দিনও নেই।

সোমবার (১৩ মে) চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে আন্তঃদপ্তর সমন্বয় সভায়’ সিডিএ চেয়ারম্যান বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন।

জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা দখল, দূষণ, ভরাট, রাতের আঁধারে পাহাড়কাটা, পলিথিন বর্জ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও বাস্তব চিত্র তুলে ধরেন তিনি।

সভা শেষে আমলা ও কামলা প্রসঙ্গে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান বাংলানিউজকে বলেন, আমলা মানে বিভিন্ন দপ্তরের সরকারি প্রশাসনিক কর্মকর্তারা। তাদের নানা সীমাবদ্ধতা আছে। আমরা হচ্ছি কামলা, মানে কাজের লোক। কাজ করতে ভালোবাসি। কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মতো কর্মীদের দায়িত্ব দিয়েছেন। আমাদের কাজের কোনো সময়সীমা নেই। যখনি সমস্যা তখনি ছুটে যাই। চট্টগ্রামকে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য নগর হিসেবে রেখে যেতে হলে আমাদের দিনরাত কাজ করতে হবে। দখল, দূষণ ঠেকিয়ে বিশ্বসেরা গবেষকদের এনে পরিকল্পিত উন্নয়ন করতে হবে।

সভায় সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, চসিক এবং সিডিএ’র মধ্যে আগে যে দূরত্ব ছিল এখন তা আর নেই। সিটি মেয়র এবং আমি মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলাবদ্ধতামুক্ত, বসবাসযোগ্য চট্টগ্রাম গড়তে একসাথে কাজ করব। আমি ইতোমধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নালাগুলোতে থাকা ওয়াসার পাইপসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে সিডিএ’র প্রকৌশলীদের নির্দেশ দিয়েছি। আশা করি সবাই একসাথে কাজ করে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d