আবারও ঘুরে দাঁড়িয়েছে বিটকয়েন
বড় রকমের ধসের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে বিটকয়েন। যে হারে বিটকয়েনের দাম বাড়ছে তাতে করে ২০২৫ সালে প্রতিটি বিটকয়েনের দাম হবে দেড় লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১ কোটি ৬৫ লাখ টাকা।
সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, বিটকয়েন বিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান বার্নস্টেইন সম্প্রতি এ সংক্রান্ত পূর্বাভাস দিয়েছে।
বার্নস্টেইন জানিয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি এসে বিটকয়েনের দাম বর্তমান সময়ের তুলনায় ৩৩৭ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। মূলত আগামী বিশ্বে বিটকয়েনের বড় বাজার সৃষ্টি হবে। আর যে হারে দাম বাড়ছে তাতে করে বিটকয়েন মুদ্রাবাজারের অনেকখানি নিয়ন্ত্রণ করবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১ নভেম্বর) কয়েন মার্কেট ক্যাপের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রতিটি বিটকয়েন ৩৪ হাজার ৪৭৬ ডলারে বিক্রি হচ্ছে। তবে বছরের শেষে এসে এ দাম আগের তুলনায় আরও বাড়বে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।
বিটকয়েনের দামবৃদ্ধি সম্পর্কে বার্নস্টেইনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ বছর পর পর বিটকয়েনের মাইনিং অর্ধেকে নামিয়ে আনা হয়। এতে করে বাজারে বিটকয়েনের চাহিদা বাড়ে। চাহিদার এ সময়ে এসে কয়েকগুণ দামে বেড়ে যায় বিটকয়েনের। আগামী বছরের এপ্রিলে বিটকয়েনের মাইনিং অর্ধেকে নেমে আসবে। এতে ২০২৫ সালে আকাশচুম্বী দাম হবে ভার্চুয়াল এ মুদ্রাটির।