জাতীয়

আমরা গরিব হতে পারি, কিন্তু সম্মান বজায় রাখি: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, অনেক দেশ আমাদের নিয়ে টানাটানি করে, কিন্তু আমরা কারো লেজুড় হতে চাই না। আমরা গরিব হতে পারি, কিন্তু সম্মান বজায় রাখি। সে জন্য আমাদের ইজ্জত-সম্মান অনেক বেড়েছে।

সিলেট নগরে নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস।

সিলেট-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী এ কে আব্দুল মোমেন আরও বলেন, ইইউ পর্যবেক্ষক দলকে বললাম আগামী দিনে কী চাই। আমরা বলেছি, একটা ব্যালেন্সড ফরেন পলিসি চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা দরকার, সব করেছি। এজন্য চাই দুনিয়ার সব লোক এসে দেখুক শিখুক। প্রধানমন্ত্রী দেশে অনেক সুন্দর নির্বাচন করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইশতেহার ইস্যুতে বলেছেন, আমরা কী কী চাই। শান্তি চাই, বাকস্বাধীনতা চাই, স্থিতিশীলতা চাই, জনগণের কর্মসংস্থান চাই, ইউনিভার্সাল হেলথ সেক্টর চাই, একটি সোনার বাংলাদেশ তথা স্মার্ট সিটিজেন বাংলাদেশ চাই। প্রধানমন্ত্রী বলেছেন, আমার স্বপ্ন একটাই, আমার বাবার স্বপ্ন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ, যেখানে তিন মিলিয়ন (৩০ লাখ) মানুষ জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানবাধিকার ও মানুষের ন্যায়বিচারের জন্য। আমরা নির্বাচনে প্রতিষ্ঠিত করতে চাই যে -আমরা হচ্ছি পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা মানবাধিকার ও মানুষের ন্যায়বিচারের অগ্রনায়ক। এ জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই।

বিএনপির অভিযোগ সম্পর্কে মোমেন বলেন, আমরা কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করিনি। যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত, সিসি ক্যামেরায় ছবি উঠেছে, কেবল ক্রিমিনাল যারা, তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক কারণে একজনকেও গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্ত্রাসীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কথা বলেছি। বিএনপির অনেক নেতা আছেন, যারা গাড়ি জ্বালান, হুকুম দেন জ্বালানোর, চিহ্নিত যারা, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে ইইউ পর্যবেক্ষকরা নিজস্ব পর্যবেক্ষণের কোনো বিষয়ে কথা বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d