খেলা

আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই: রাজ্জাক

বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের ব্যস্ততা নেই। তবে ক্রিকেটাররা খেলছেন বিভিন্ন দলের হয়ে।

তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায় আছে হাই পারফরম্যান্স স্কোয়াড। দুই দলে ভাগ হয়ে লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নিয়েছেন কয়েকজন ক্রিকেটার।

এ মাসের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে ‘এ’ দল যাচ্ছে দুটি চারদিনের ম্যাচ খেলতে। জাতীয় দলে অভিজ্ঞ মুশফিকুর রহিম-মুমিনুল হকরাও আছেন এই দলে। দেশের ক্রিকেটে এমন সিরিজ একটু ব্যতিক্রমই।

শুক্রবার দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ‘এ’ দলের সঙ্গে যাওয়া নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের জাতীয় দল খেলতে যাবে, সেখানে আমাদের ‘এ’ দল আগে যাচ্ছে। যেটা সাধারণত আমরা দেখেছি ভারতীয় দল করে থাকে। যখনই কোনও দেশে জাতীয় দল যায়, তার আগে ওরা ‘এ’ দল পাঠিয়ে দেয়। ’

‘যদি এমন কেউ থাকে যে অনুশীলন করে দলে নেয়া যায়… তো আমাদের ক্ষেত্রেও কিছুটা ওরকম। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশন নতুন হবে। যারা আপকামিং ওদের জন্য কন্ডিশনের পরীক্ষা দেয়া আমাদের প্রধান লক্ষ্য। ’

এদিকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এখন বদলে গেছে। ১৫ বছর ক্ষমতায় থাকার পর গণঅভ্যূত্থানে দেশ ছাড়তে হয়েছে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে। ক্রিকেট বোর্ডেও পালাবদলের সুর শোনা যাচ্ছে।

এ নিয়ে রাজ্জাক বলেন, ‘আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নাই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে। ’

‘সাধারণত রাজনৈতিক কোনও প্রভাব আমাদের ক্রিকেটে পড়ে না। ক্রিকেট ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। সবগুলো খেলাই আসলে। ওটার সাথে চ্যালেঞ্জের কোনও কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যখন আমরা যেখানে খেলতে যাই সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d