চট্টগ্রামজাতীয়রাজনীতি

আমিনকে মনোনয়ন দিতে ৭৬ নেতার লিখিত দাবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য লিখিতভাবে দাবি জানিয়েছেন চট্টগ্রামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৭৬ জন নেতা ।

বিবৃতিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাত নেতা, আওয়ামী লীগ লোহাগাড়া সাতকানিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদকসহ ২৪ জন নেতা, আওয়ামী লীগ লোহাগাড়া উপজেলা কমিটির সভাপতিসহ ৪০ জন নেতা, সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও চট্টগ্রাম জেলা পরিষদের একজন সদস্য।

বিবৃতিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিচ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, কৃষি ও সমবায় সম্পাদক গোলাম ফারুক ডলার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমানুর রশিদ হিরু, সহ দপ্তর সম্পাদক জসিম উদ্দিন এবং সহ প্রচার সম্পাদক এ কে এম আজাদ।

একই বিবৃতিতে আরও যারা স্বাক্ষর করেছেন, তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম আসাদ, সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু ও সাধারণ সম্পাদক নূর হোসেন এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবদুল আলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d