চট্টগ্রাম

আমিরাতে ক্ষমা পাওয়া আরও ১০ প্রবাসী ফিরলেন চট্টগ্রামে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দেশটির সরকার। এদের মধ্যে দুইদিনে তিন দফায় আরও ১০ জন প্রবাসী দেশে ফিরেছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) ক্ষমা পাওয়া একজন এবং সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে বিমানের ফ্লাইটে শারজাহ থেকে দুইজন এবং আবুধাবি থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে সন্ধ্যায় আরও সাতজন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) ১২ জন চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

এনিয়ে এখন পর্যন্ত ক্ষমা পাওয়া ২২ জন চট্টগ্রাম এসে পৌঁছেছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।

সম্প্রতি অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে কারাবন্দি ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেয় দেশটির সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d