আমি সুযোগ সন্ধানী নই, গরীবের নেতা হতে চাই: ফরিদ মাহমুদ
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্জ্ব ফরিদ মাহমুদ বলেছেন, অসৎ মানুষেরা সব সময় সুযোগ সন্ধানী হয়ে থাকে। তারা মুখোশধারী। তাদের কাছে সাধারণ জনগণ ও মেহনতী মানুষের কোনো দাম থাকে না। ভোট আসলে তারা সব চেয়ে মানুষের কাছের মানুষ হয়। এধরনের মানুষ থেকে আপনারা সব সময় দূরে থাকুন।
নগরীর ২৫ নং রামপুরা ওয়ার্ড এলাকায় গণসংযোগ কালে এলাকা বাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা এমন মানুষকে ভোট দিবেন যারা সব সময় মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করবে। গরীব দুঃখী মেহনতি মানুষের কথা শুনবে। যোগ্য মানুষ দেখে ভোট দেওয়া এটাও একটা ঈমানের অংশ। তাই আপনারা যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দেবেন। নির্বাচন এলে অতিথি পাখির মতো অনেকে অনেক প্রতিশ্রুতি দিতে আসে এবং দিয়ে থাকে। আমি আপনাদের কাছে অতিথিও নয়, অতিথি পাখিও নয়। তাই আমি সুযোগ সন্ধানী নেতা না হয়ে গরীবের বন্ধু হতে, গরীবের এমপি হতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। তাই আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ক্যাটলী মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে সেবক হিসেবে আপনাদের পাশে রেখে আমাকে কাজ করার সুযোগ দিন।
প্রচারণা কালে তিনি ২৫ নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, আশরাফুল গণি, জাকির হোসেন রিপন, দেলোয়ার হোসেন দেলু, আব্দুল কাদের বাবু, রাশেদ চৌধুরী, কাজী শফিকুল ইসলাম বাবু, শওকত হোসেন, আক্তারুজ্জামান আক্কাস, অংকন মহাজন সহ অন্যান্য নেতাকর্মীরা।