আম্বানি কন্যা ইশার শরীরে বিশাল রত্নভাণ্ডার!
আম্বানি পরিবারের ছোট বরপুত্রের প্রাক-বিয়ে আয়োজন নিয়ে এখনও জোর চর্চা চলছে। অনুষ্ঠানের নানা দিক নিয়ে মজে আছে নেটদুনিয়ায়। তবে তাবৎ বিনোদন তারকাদের ছাপিয়ে সবার নজরে ছিলো আম্বানি পরিবারের সদস্যদের সাজ পোশাক। তাদের পরনের পোশাকও নিয়েও চায়ের কাপে ঝড় উঠেছে।
ব্যয়বহুল, জমকালো পোশাক পরে অনুষ্ঠানে আতিথেয়তা করেছেন আম্বানি পরিবারের সদস্যরা তারা। তবে অনুষ্ঠানের একটি ইভেন্টে হীরা, পান্না, রুবিসহ দামি দামি রত্ন বসানো ব্লাউজ পরে চমকে দিয়েছেন মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানি। ছোট ভাইয়ের বিয়েতে এই চমক দেখিয়েছেন আম্বানি বাড়ির মেয়ে।
ইশার ব্লাউজের ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার আবু জানি এবং সন্দ্বীপ খোসলা। সেই ব্লাউজ তৈরির অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তারা। এতে সন্দ্বীপ বলেছেন, ইশার ব্যক্তিগত সংগ্রহে থাকা অলংকারই ব্যবহার হয়েছে এই ব্লাউজে।
লাল রঙের একটি কাপড়ের ওপর দামি দামি অলংকার সেলাই করে জুড়ে দেয়া হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ইশার সংগ্রহে যতগুলো পাথরের অলংকার ছিল, তার সবটাই ব্লাউডেজর জন্যে দিয়ে দিয়েছেন।
ক্যাপশনে আরো বলা হয়েছে, পোলকি, রুবি, হীরা, পান্নাসহ আপনারা যেটিরই নাম উচ্চারণ করুন না কেন, ব্লাউজে দেখতে পাবেন। ওই পোশাকের ওপর জুড়ে দেওয়া রত্নগুলোর কিছু ব্যক্তিগত সংগ্রহে ছিলো ইশার। আর নতুন কিছু জহরত গুজরাট ও রাজস্থান থেকে সংগ্রহ করা হয়েছে।
ব্লাউজে বসাতে মূল্যবান অলংকারগুলোকে ভেঙে দেয়া হয়েছে নতুন রূপ। প্রতিটি গয়নাকে প্রথমে হাতে আঁকা কাগজের নিদর্শনের ওপর বসানো হয়েছে। এটি তৈরি করতে কয়েক দফায় শৈল্পিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এরপর গয়নার টুকরাগুলোর সঙ্গে স্বর্ণ-রুপার জারদৌসি কাজের বিভিন্ন সেলাই দিয়ে ব্লাউজটি তৈরি করা হয়েছে।