চট্টগ্রামরাজনীতি

আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো এম এ লতিফকে

চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে নগরীর চান্দগাঁও থানার দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহারিয়ার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন।

তিনি জানান, সাবেক এমপি এমএ লতিফ কে চান্দগাঁও থানার জিআর ২৫৪ ও ২৫৮ নম্বরের দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তথ্য বলছে, গত ২১ আগষ্ট চান্দগাঁও থানায় দায়ের করা জিআর ২৫৪ নং মামলার বাদি ভোলা জেলার চরফ্যাশন এলাকার মো. সেলিম। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও একই থানায় ৩০ আগষ্ট দায়ের করা ২৫৮ নং হত্যা মামলার বাদি চান্দগাঁও এলাকার মো. শরীফ (২৪)। এ মামলার প্রধান আসামি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এর আগে ডবলমুরিং থানার গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা অপর মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট ভোর সাড়ে ছয়টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d