আরও ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আরও ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনে কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৬ই জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ অধিবেশনে তিনি এই কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, দেশে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বিদ্যমান। দক্ষকর্মী তৈরি করতে ২০২৪-২৫ অর্থবছরে আরও ৫০টি টিটিসি স্থাপনে কার্যক্রম নেওয়া হয়েছে।
এছাড়া দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৫ বছরে মোট ১ লাখ ২ হাজার ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে।