চট্টগ্রামধর্ম

আরণ্যক সংঘের উদ্যোগে অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানের উদ্বোধন

চট্টগ্রামে আরণ্যক সংঘ কতৃক অষ্টপরিষ্কার দানসহ উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন আয়োজিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ডক্টর জিনোবৌদি মহাথের ও আনন্দবোধি ভিক্ষু। আরণ্যক সংঘের প্রধান উপদেষ্টা পূর্ণ বড়ুয়া, উপদেষ্টা শুভ নীল বড়ুয়া, যুগ্ন সাংগঠনিক সম্পাদক অরুপ বড়ুয়া, এিদীপ বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, প্রিয়া বড়ুয়া, শিমুল বড়ুয়া, হিমেল বড়ুয়া, অনুরূপ বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, সংঘদানে চার-পাঁচজন ভিক্ষুকে দান করলেও সংঘ বলতে অতীত, অনাগত ও বর্তমান সমস্ত সংঘের (বৌদ্ধ সন্ন্যাসী) উদ্দেশ্য দান করা হয় । তারা আরও বলেন, বৌদ্ধ দর্শনে দান হলো প্রশংসিত একটি কর্ম। সবাই জীবনে কম বেশি দান করে থাকে। দান শব্দের সঙ্গে মালিকানা স্বত্ত ত্যাগের বিষয়টি জড়িত, আর এতে মানুষের লোভ চিত্ত ধীরে ধীরে ক্ষয় হয়। প্রাণী হত্যা না করা, বিনা অনুমতিতে অপরের জিনিস না ধরা, মিথ্যা কথা না বলা, নিজ স্বামী স্ত্রী ব্যতীত কাম সেবন না করা ও মদ গাঁজাসহ সকল নেশা জাতীয় দ্রব্য সেবন না করা এই পাঁচটি শীল বা পঞ্চনীতি গ্রহন করে মুহুর্তের মধ্যে সবাই এক সুন্দর চেতনায় ঋদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d