আরবি লেখা পোশাকের পাকিস্তানি নারীকে ঘেরাও
আরবি ক্যালিগ্রাফি দিয়ে সজ্জিত একটি পোশাক পরার কারণে পাকিস্তানের লাহোরে এক নারীকে ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ জনতা।
ওই পোশাকে পবিত্র কোরআনের আয়াত রয়েছে- এমন এক ভুল ধারণা থেকেই বিক্ষুব্ধ পাকিস্তানিরা রোববার ওই ঘটনা ঘটিয়েছে।
ঘেরাও করার পর পুলিশের হস্তক্ষেপে ওই নারীকে উদ্ধার হয় বলে বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবিসি লিখেছে, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শত শত বিক্ষুব্ধ জনতার হাত থেকে ওই নারীকে উদ্ধার করে আনে।
পাকিস্তানে ধর্ম নিয়ে অত্যন্ত কঠোর আইন চালু রয়েছে। ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মামলার বিচারের আগে সন্দেভাজনকারীকে পিটিয়ে হত্যার ঘটনাও সেদেশে নতুন কিছু না।
ভুক্তভোগী ওই নারীর পোশাকে আরবি আরবি অক্ষরে ‘হালওয়া’ শব্দ লেখা ছিলো। এরে অর্থ হলো ‘মিষ্টি’। কিন্তু এটাকেই ভুল ভেবে ফেলে বিক্ষুব্ধ জনতা।
বিবিসি জানিয়েছে, পুলিশের জরুরি নম্বরে একটি ফোন আসে এবং জানানো হয় যে, পাঞ্জাবের রাজধানী লাহোরে একটি রেস্তোরাঁয় এক নারীকে ঘেরাও করা হয়েছে।
সেই নারী তার স্বামীর সাথে কেনাকাটা করতে গিয়েছিলেন। লাহোরের একটি রেস্টুরেন্টে তারা খাবারের অপেক্ষায় ছিলেন।
লাহোরের রেস্টুরেন্টে ভূক্তভোগী ওই নারীকে ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ জনতা। ইমেজ: বিবিসি।
পরে পুলিশ সেই নারীকে নিরাপদেই ওই এলাকা থেকে বের করে আনে। একটি ফুটেজে দেখা গেছে, কালো বোরকা ও হেড স্কার্ফ পড়িয়ে ভিড়ের মধ্যে দিয়ে ওই নারীকে সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।