অর্থনীতিজাতীয়

আলু আমদানির অনুমতি পেলো ২৮ প্রতিষ্ঠান

সরকার আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার একদিনের মধ্যে ২৮ টি আমদানিকারক প্রতিষ্ঠান এই কৃষিপণ্য বিদেশ থেকে আনার আবেদন করেছে।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪০০ টান আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিপ্তর।

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সোমবার আলু আমদানির সিদ্ধান্তের কথা জানিয়ে আগ্রহী আমদানিকারকদের আবেদন চায় বাণিজ্য মন্ত্রণালয়।

বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এখন বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায়, যা দেশের সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। গত ১০ বছরের আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩৫ টাকা উঠেছিলো।

এর আগে আলুর দাম নিয়ন্ত্রণে হিমাগার ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দেয় সরকার। দাম কার্যকর করতে সারাদেশে টানা অভিযানও চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হিমাগারে গিয়ে তদারকিও করে সংস্থাটি। তারপরও আলুর বেঁধে দেওয়া দাম কার্যকর হয়নি।

এদিকে কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকারের বেঁধে দেওয়া দামে (প্রতি কেজি ২৬-২৭ টাকা) আলু বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আর এ কাজ করতে একজন মনোনীত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে সব জেলা প্রশাসকদের এ নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নির্দেশ বুধবার থেকেই বাস্তবায়ন করতে হবে বলেও জেলা প্রশাসকদের জানানো হয়েছে।

দেশে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তা সামাল দিতে গত ১৮ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমোদন দেয় সরকার। তিন দফায় মোট ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হলেও একটিও ডিমও এখনও দেশে এসে পৌঁছাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d