জাতীয়

আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা, পরিস্থিতি শান্ত

সাভার (ঢাকা): মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন ধরে পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে সাভারের আশুলিয়ায় অধিকাংশ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকায় ঘুরে কোনো শ্রমিককে জড়ো হতে দেখা যায়নি৷

অবশ্য সাঁজোয়া যান, জলকামানসহ পুলিশের উপস্থিতি দেখা যায় সড়কের বিভিন্ন স্থানে। এর পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও মহড়া দিতে দেখা যায়।

জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন কারখানা মঙ্গলবারই (৩১ অক্টোবর) ছুটির নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সব প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে কারখানার কার্যক্রম সচল থাকবে।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, গত দিনগুলোর চেয়ে আজকের পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। রাস্তার পাশে কিছু কারখানা বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d